রাজনীতি

শ্রমিক স্পেশাল চালিয়ে ৪২৮ কোটি টাকার মুনাফা করেছে রেল‌ : রাহুল

শ্রমিক স্পেশাল চালিয়ে ৪২৮ কোটি টাকার মুনাফা করেছে রেল‌ : রাহুল

ওয়েবডেস্ক : ‌ লকডাউনে সাধারণ মানুষের দুর্দশার শেষ নেই!‌ সঙ্কটের দিনেও মুনাফা কামাতে ব্যস্ত গরিব-বিরোধী মোদি সরকার। শ্রমিক ট্রেন চালিয়ে ৪২৮ কোটি টাকা লাভ করেছে রেল। শনিবার একটি হিন্দি সংবাদপত্রের কাট আউটের ছবি টুইটারে পোস্ট করে ফের কেন্দ্রকে নিশানা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর

রিপোর্টের বক্তব্য তুলে ধরে রাহুল গান্ধীর বক্তব্য, ‘‌করোনা আবহে মানুষ সঙ্কটে, সরকার এদিকে মুনাফা কামাতে চাইছে। সঙ্কটের দিনেও সুযোগ খুঁজছে মোদি সরকার।’

লকডাউনে দেশেপ বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। শুরুতে শ্রমিকদের বাড়ি ফেরানোর কোনও ব্যবস্থাই করেনি কেন্দ্র। বাধ্য হয়ে মাইলের পর মাইল হেঁটেই বাড়ি ফিরতে শুরু করেছিলেন তাঁরা। বেগতিক দেখে শেষমেশ শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়।

[ আরও পড়ুন : মোদি সরকারের ভুলেই চিনের এমন আগ্রাসী মনোভাব : রাহুল গান্ধি ]

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বহু পরিযায়ী শ্রমিকদের থেকে ট্রেন ভাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। বহু রিপোর্টও সামনে এসেছে, যেখানে পরিযায়ী শ্রমিকরা জানাচ্ছেন, তাঁেদর থেকে ট্রেনভাড়া নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি করা হয়েছে, রাহুল যে কাটআউটটি ট্যুইটে শেয়ার করেছেন, তা রেলওয়ের লাভের হিসেব। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে যে স্পেশাল ট্রেনগুলি চালানো হয়েছিল সেখান থেকেই নাকি ৪২৮ রোজগার করে রেল!

[ আরও পড়ুন : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি চেয়ে ডিসিজিআইকে অনুরোধ করলো সিরাম ইনস্টিটিউট ]

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button