Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় করোনা রোগী শনাক্ত, জরুরি বৈঠকে কিম

প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় করোনা রোগী শনাক্ত, জরুরি বৈঠকে কিম

প্রথমবারের মতো রোববার (২৬ জুলাই) সন্দেহভাজন করোনা রোগী শনাক্ত হয়েছে উত্তর কোরিয়ায়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়েনি শাফাক।

সন্দেহভাজন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পরপরই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। সন্দেহভাজন ওই রোগীকে সীমান্তবর্তী কায়েসং এলাকায় শনাক্ত করা হয়।

ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে ঢুকেছিল। তাকে নজরদারিতে রাখা হয়েছে। জরুরি বৈঠক শেষে জানানো হয়, দেশের সব এলাকায় মহামারী বিরোধী আগাম পদক্ষেপ নেয়া হয়েছিল এবং গত ৬ মাস ঢোকার সব জায়গা বন্ধ রাখা সত্ত্বেও এ ঘটনা সংকটজনক অবস্থা তৈরি করেছে। কিম উল্লেখ করেন, মহামারীর বিরুদ্ধে দেশে সর্বোচ্চ স্তরের ব্যবস্থা প্রয়োগ করা হবে।

[ আরও পড়ুন : মহাকাশে স্যাটেলাইট ধ্বংসের অস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া! ]

 

আরও পড়ুন ::

Back to top button