জাতীয়

দেশকে সুরক্ষিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে সিআরপিএফ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেশকে সুরক্ষিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে সিআরপিএফ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জম্মু ও কাশ্মীর হোক অথবা ছত্তিশগড়, প্রাণের ঝুঁকি নিয়ে সর্বদাই কর্তব্যে অবিচল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানরা। কর্তব্যের প্রতি সিআরপিএফ জওয়ানদের নিষ্ঠা অতুলনীয়। ৮২ তম উত্থাপন দিবসে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর সমস্ত জওয়ানদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে, দেশকে সুরক্ষিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে সিআরপিএফ।

[ আরও পড়ুন : হঠাত সীমান্তে পাক এয়ারফোর্সের মহড়া, অধিকৃত কাশ্মীরে মোতায়েন ফাইটার জেট ]

সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘৮২ তম উত্থাপন দিবসে সিআরপিএফ-এর সমস্ত জওয়ানদের শুভেচ্ছা। আমাদের দেশকে সুরক্ষিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে সিআরপিএফ। এই বাহিনীর সাহস এবং পেশাদারিত্ব প্রশংসনীয়।’ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ভবিষ্যতে আরও উচ্চতা অর্জন করুক সিআরপিএফ, এমনটাই আশা করছি।

সুত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button