জাতীয়শিক্ষা

‘পড়ুয়াদের প্রতি মানবিক হোন’, UGC’র নয়া নির্দেশিকা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন মমতার

'পড়ুয়াদের প্রতি মানবিক হোন', UGC'র নয়া নির্দেশিকা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন মমতার

সোমবার পশ্চিমবঙ্গ ,মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ‘পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা বাতিল করুক ইউজিসি’ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। এখন একসঙ্গে বসিয়ে পরীক্ষা নেওয়া অসম্ভব।পড়ুয়ারাও পড়াশোনা করতে পারছে না।তাঁদের প্রতি মানবিক হওয়া দরকার। এই বিষয়ে আমি চিঠিও পাঠিয়েছিলাম কিন্তু জবাব আসেনি।

[ আরও পড়ুন : ‘আপনাকে অনুরোধ, বকেয়া টাকা দিন’, প্রধানমন্ত্রীর কাছে দাবি পাওনা নিয়ে মুখ্যমন্ত্রীর ]

ইউজিসির আগের নির্দেশিকা মেনেই রাজ্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু ইউজিসির নতুন নির্দেশিকায় সমস্যা হবে ছাত্র- ছাত্রীদের। আমি অনুরোধ করছি এই পরিস্থিতিতে ছাত্র- ছাত্রীদের অসুবিধা না করে ইউজিসি যেন আগের নির্দেশিকা মানতে আদেশ দেয়’।

প্রসঙ্গত, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত পর্বের পরীক্ষা নিয়ে সুূপ্রিম কোর্টও ইউজিসির জবাব তলব করেছে। আগামী দুদিনের মধ্যে এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত আদালতে জানাতে হবে।

[ আরও পড়ুন : করোনা চিকিত্‍সার জন্য আংশিক টাকা তুলে নেওয়া যাবে এনপিএস থেকে, ঘোষণা কেন্দ্রের ]

সুত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button