দিব্যাঙ্গ কিশোরীকে হুইল চেয়ার দিলেন জেলা সভাধিপতি
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বিশেষ চাহিদাসম্পন্ন এক অনাথ কিশোরীকে হুইলচেয়ার দিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। সোমবার ঝাড়গ্রাম শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৩ বছরের পায়েল সাউকে ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার দেওয়া হয়। পায়েলের বাবা-মা নেই।
তার ভাই দশ বছরের রাহুল স্কুলে পড়ে। পায়েল শারীরিক সমস্যার জন্য লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। কনেডোবা লাগোয়া ৮ নম্বর ওয়ার্ডে এক দূর সম্পর্কের পিসির কাছে থাকে পায়েল ও রাহুল। ওই বাড়িতেই একসময় বাবা-মায়ের সঙ্গে থাকত তারা। মায়ের মৃত্যু হয়। বাবা নিরুদ্দেশ হয়ে যান।
[ আরও পড়ুন : মন্ত্রীর পাঠানো বই পেল মাধ্যমিকের কৃতী মন্দিরা ]
অসহায় ভাই-বোনকে আশ্রয় দিয়েছেন তাদের সম্পর্কিত পিসি যিনি ওই বাড়ির মালকিন। সভাধিপতি মাধবীদেবী বলেন, “পায়েল ও রাহুলের পাশে আছি আমরা। ওরা যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করবো।” হুইলচেয়ার প্রদান কর্মসূচিতে সভাধিপতি ছাড়াও ছিলেন তাঁর আপ্ত সহায়ক পরিতোষ জানা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন বন্দ্যোপাধ্যায়, শুভ্রা মাহাতো, মামনি মুর্মু, সুপ্রিয়া মাহাতো প্রমুখ।
[ আরও পড়ুন : দেশে কি আবার লকডাউন, একটু পরেই জানাতে পারেন প্রধানমন্ত্রী ]