বিচিত্রতা

দীর্ঘ ৩৩ বছর ব্যর্থ হয়ে অবশেষে ম্যাট্রিক পাশ ৫১ বছরের বৃদ্ধ

দীর্ঘ ৩৩ বছর ব্যর্থ হয়ে অবশেষে ম্যাট্রিক পাশ ৫১ বছরের বৃদ্ধ

কথায় বলে ‘কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ’। একদিকে মহামারীর জেরে কার্যত ৪মাসের উপর বন্ধ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিকেয় উঠেছে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া। এমতাবস্থায় যখন গোটা ছাত্রসমাজই প্রায় তীব্র অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তখন দীর্ঘ হাসি ফুটে উঠল হায়দরাবাদের বাসীন্দা ৫১বছরের নূরউদ্দিনের মুখে।

দীর্ঘ ৩৩ বছর চেষ্টা করেও যে ম্যাট্রিকে পরীক্ষা পাশ করতে পারেননি নূর, এবছর মহামারীজনিত কারণে তেলেঙ্গানা সরকারের গণ পাশের সিদ্ধান্ত তাকে রাতারাতি দিল ‘ম্যাট্রিক পাশ’ তকমা। ফলপ্রকাশ হতেই বেজায় খুশি হায়দরাবাদের নূর। তবে তার জেদকেও কুর্নিশ জানাতেই হয়।

[ আরও পড়ুন : ২০২০ মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন পিছিয়ে দিতে চান ট্রাম্প? ]

জানা যাচ্ছে, ১৯৮৭ সালে প্রথম বার ম্যাট্রিক পরীক্ষায় বসেন নূর। তারপর ৩৩ বছর ধারাবাহিকভাবে ইংরেজিতে অকৃতকার্য হলেও ধৈর্য্য হারাননি তিনি। অবশেষে এতদিনে মিলল সাফল্য। এই সাফল্যের পেছনে আসল অবদান তবে নূরউদ্দীনের না করোনার, সে বিষয়ে যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে।

ইতিমধ্যেই, নেট পাড়ায় ভাইরাল নূরউদ্দিনের ভিডিও। যেখানে ৩৩ বছর ধরে জমানো অসংখ্য সার্টিফিকেট হাতে তেলেঙ্গানা সরকারকে ধন্যবাদ জানান নূর। এই তালিকায় ইনিই প্রথম নন। এর আগেও, ২০১৬ সালে রাজস্থানের ৭১ বছরের বৃদ্ধ শিব চরণ দাস দীর্ঘ ৪৬ বছর ধারাবাহিকভাবে ম্যাট্রিক ফেল করলেও, ৪৭তম বার ম্যাট্রিক পাশ করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তবে, ৩৩ বছর প্রতিক্ষার পর অবশেষে মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিক নিয়ে কী ভাবছেন নূরউদ্দিন, সে সম্পর্কে এখনও কিছু জানাননি তিনি।

[ আরও পড়ুন : করোনার ভ্যাকসিন তৈরি করছে আমেরিকা ]

 

 

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button