আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার সকালে অঙ্গরাজ্যের সল্ডোটনা এলাকার আকাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আলাস্কার এক আইনপ্রণেতাও রয়েছেন। বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খবর রয়টার্স ও ডব্লিউবিটিভির।

আলাস্কা স্টেট ট্র‍ূপারস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান চালাচ্ছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও এক গাইড।

[ আরও পড়ুন : বড়সড় সিদ্ধান্ত, চিনা অ্যাপ টিকটক ব্যান করতে পারে আমেরিকা ]

কর্তৃপক্ষ জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষের পর সল্ডোটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। বিমান দুটির ধ্বংসাবশেষ পড়েছে স্টার্লিং হাইওয়ের ওপর। দুর্ঘটনায় আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। নিহতদের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

রিপাবলিকান আইনপ্রণেতার প্রাণহানিতে শোক জানিয়েছেন আলাস্কা হাউস মেজরিটি কমিউনিকেশন পরিচালক অস্টিন বায়ার্ড।

[ আরও পড়ুন :  করোনা ছড়ানোর জন্য তরুণদের দায়ী করল ডব্লিউএইচও ]

 

আরও পড়ুন ::

Back to top button