Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

অপেক্ষায় অযোধ্য়া, জেনে নিন প্রধানমন্ত্রীর আগামিকালের কর্মসূচি

অপেক্ষায় অযোধ্য়া, জেনে নিন প্রধানমন্ত্রীর আগামিকালের কর্মসূচি
নরেন্দ্র মোদী

রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে উত্‍সবে রঙিন অযোধ্য়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর এই উত্‍সবের আমেজে নয়া মাত্রা যোগ করেছে অযোধ্য়ায়। মোদীর হাত ধরেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভূমিপুজো ও নমোর সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্য়াকে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা যাচ্ছে, বুধবার ৩ ঘণ্টা সে শহরে কাটাবেন মোদী।

সকাল সাড়ে ১১টা নাগাদ মন্দির নগরীতে পৌঁছোনোর কথা মোদীর। দুপুর ২টো নাগাদ অনুষ্ঠান শেষে অযোধ্য়া ছাড়বেন নমো। রাম মন্দিরের ভূমিপুজোর পাশাপাশি হনুমানগড়ি মন্দিরেও যাওয়ার কথা রয়েছে মোদীর। প্রধানমন্ত্রীর পাশাপাশি ভূমিপুজোয় যোগ দেবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, ট্রাস্ট প্রধান নৃত্য়গোপালদাস মহারাজ, উত্তরপ্রদেশের রাজ্য়পাল আনন্দীবেন পটেল, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ।

[ আরও পড়ুন : করোনায় আক্রান্ত হলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী ]

একনজরে জেনে নিন মোদীর অযোধ্য়া সফরসূচী…

* সকাল ৯টা ৩৫ মিনিটে নয়া দিল্লি থেকে রওনা দেবেন মোদী।

* সকাল সাড়ে ১১টায় অযোধ্য়ায় পৌঁছোবেন মোদী।

* প্রথমে হনুমানগড়ি দর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে ৭ মিনিটের বেশি থাকবেন না তিনি।

*এরপর শ্রী রাম জন্মভূমিতে যাবেন মোদী। সেখানে পুজো করবেন এবং ‘ভগবান শ্রী রামলালা বিরাজমান’ দর্শন করবেন।

* তারপর পারিজাত চারাগাছ রোপণ করবেন এবং ভূমিপুজোয় যোগ দেবেন।

* এরপর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করবেন মোদী এবং শ্রী রাম জন্মভূমি মন্দিরের পোস্টেজ স্ট্য়াম্প প্রকাশ করবেন।

* দুপুর ২টো ২০ মিনিটে লখনউ ছাড়বেন মোদী।

 

[ আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চালু হচ্ছে কাশ্মীরে ]

 

সুত্র : The Indian Express বাংলা

আরও পড়ুন ::

Back to top button