জাতীয়

কেরালায় বিমান দুর্ঘটনা, রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান

কেরালায় বিমান দুর্ঘটনা, রানওয়েতে পিছলে গিয়ে দু'টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান

দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান কোঝিকোড়ে অবতরণের সময় পিছলে গেল। জানা গিয়েছে, সেই বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন। একজন পাইলট ঘটনাস্থলেই মারা গেছেন এবং অনেক যাত্রীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ কে জে অ্যালফোনস।

শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়েতেই পিছলে যায়। সূত্রের খবর, উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থল থেকে মেলা ছবিতে দেখা গিয়েছে বিমানটি দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, IX 1344 বিমানের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সন্ধ্যা ৭:৪০ নাগাদ এই ঘটনাটি ঘটে। ওই অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা।

কেরালায় বিমান দুর্ঘটনা, রানওয়েতে পিছলে গিয়ে দু'টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান

হতাহতের বিষয়ে এখনও বিশদে কিছুই জানা যায়নি। তবে বিমানটিতে আগুন লাগেনি এবং উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কেরলে দিনব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস দেখা দিয়েছে এবং কমপক্ষে ১৫ জন মারা গিয়েছেন।

শুক্রবার ভোরে পাহাড়ি ইদুক্কি জেলায় ভূমিধসের পরে আরও প্রায় ৫০ জনের এখনও ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button