বৈরুতের বন্দরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭
লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমটাই জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের জন্য এখনও চলছে উদ্ধার তৎপরতা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ঘটা ওই বিস্ফোরণে বৈরুতের ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বুধবার দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে। যাদের গাফিলতিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাদের মধ্যে ১৬ জনকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।
[ আরও পড়ুন : লেবাননে ভয়াবহ বিস্ফোরণ, দোষীদের খুঁজতে ৪ দিন সময় দিয়েছে সরকার ]
মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ওই বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় গোটা শহরই কেঁপে ওঠে। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া যায় এর কম্পন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ ঘরবাড়ি।