‘অমিত শাহ করোনা নেগেটিভ’, টুইট করেও মুছে দিলেন মনোজ তিওয়ারি
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার সকালে টুইট করে এই খবর জানিয়েছিলেন দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি তথা অমিত শাহের ঘনিষ্ঠ নেতা মনোজ তিওয়ারি। কিন্তু তার এক ঘণ্টার মধ্যেই সেই টুইট মুছে দেন মনোজ। ফ্লে কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি অমিত শাহ একখনও করোনামুক্ত হননি?
গত এক সপ্তাহ ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন শাহ। করোনা সংক্রমণ ধরা পড়ায় উপস্থিত থাকতে পারেননি রামমন্দিরের ভূমিপুজোতেও। এদিন তাঁর রিপোর্ট নেগেটিভ আসার খবরে স্বস্তি ফেরে বিজেপি সমর্থকদের মধ্যে। কিন্তু মনোজ তিওয়ারির টুইট ডিলিটের ঘটনা ফের নতুন করে আশঙ্কায় ফেলে দিয়েছে গেরুয়া সমর্থকদের।
[ আরও পড়ুন : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চান ৯১ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা ]
অমিত শাহের করোনা সংক্রমণ নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারে। কারণ তার কয়েক দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শাহ। তাঁর সংস্পর্শে আসা অনেক নেতা-মন্ত্রীকেই কোয়ারেন্টাইনে চলে যেতে হয়। কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, বাংলার দুই সাংসদ নীশীথ প্রামাণিক ও সৌমিত্র খাঁ, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর কোভিড টেস্ট করানো হয়। কিন্তু তাঁদের প্রত্যেকেরই সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল।
প্রসঙ্গত, গতকালই করোনা সংক্রামিত হয়েছেন আরএক কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। মন্ত্রী নিজেই টুইট করে জানান তিনি করোনা আক্রান্ত হয়েছেন। লেখেন, ‘সংক্রমণের উপসর্গ ধরা পড়েছে। প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয়বার টেস্টের রিপোর্টে কোভিড পজিটিভ এসেছে। আমি ঠিক আছি, এইমসে ভর্তি হয়েছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের শরীরের খেয়াল রাখুন।’
[ আরও পড়ুন : অযোধ্যায় রামমন্দির নিয়ে ভারত-পাক শব্দযুদ্ধ ]
সুত্র: THE WALL