রাজ্য

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯৩৬

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯৩৬

৫৪ জন এক দিনে মারা গেলেন করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায়। এঁদের মধ্যে কলকাতার বাসিন্দা ১৯ জন। এর ফলে শহর কলকাতায় করোনা সংক্রমণ নিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা মোট দাঁড়াল ৯৯৯। এমনটাই বলছে, আজ বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন। ৫৪ জন রাজ্যে মারা যাওয়ার ফলে করোনা নিয়ে এ রাজ্যে মোট মৃত্যু দাঁড়াল ২২০৩।

এঁদের মধ্যে অবশ্য ১৯৫৮ জনের কো মর্বিডিটি রয়েছে বলে জানিয়েছে বুলেটিন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা সংক্রমণে আক্রান্তও হয়েছেন ২৯৩৬ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৪ হাজার ৩২৬। পাশাপাশি, এদিন সুস্থও হয়ে উঠেছেন ২৭২৫ জন। ফলে মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ১২০। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ২৬ হাজার ৩ জনের দেহে।

[ আরও পড়ুন : ঝাড়গ্রামে আবাস যোজনায় কারচুপির অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও ]

রাজ্যের ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৭২.৯৬ শতাংশ। রাজ্যে এদিন করোনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৭১২ জনের। এই নিয়ে রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৮৬ হাজার ৯২৩। ৬২টি ল্যাবরেটরিতে হচ্ছে পরীক্ষা, ৮৪টি হাসপাতালে চলছে চিকিত্‍সা, এমনটাই জানিয়েছে বুলেটিন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ৯৪৮টি আইসিইউ বেড আছে এই মুহূর্তে।

ভেন্টিলেটর আছে ৭১৫টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে এখন ২৭০৩ জন রয়েছেন। সরকারি সেফ হোমে আছেন ১৭৩৫ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮ হাজার ৮৩৮ জন। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে যথারীতি এগিয়ে আছে শহর কলকাতা। ৬১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

[ আরও পড়ুন : প্রশ্নের মুখে রাশিয়ার করোনা ভ্যাকসিন ]

তার পরেই আছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৯ জন, মৃত ১৩ জন। তার পরে আছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি, এই তিন জেলায় আক্রান্ত ২৭২, ২৫৫ এবং ১১৩ জন। মারা গেছেন ৩, ২, ১জন। এর পরেই উদ্বেগ বাড়িয়েছে মুর্শিদাবাদ, সেখানে গত ২৪ ঘণ্টায় ১০৯ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।

 

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button