বিনোদন

‘ডিজলাইক’-এ সেরা ‘সড়ক টু’-এর ট্রেলার

‘ডিজলাইক’-এ সেরা ‘সড়ক টু’-এর ট্রেলার

মুক্তির আগেই রেকর্ড গড়ে ফেলেছে মহেশ ভাটের ‘সড়ক টু’। ইউটিউবে সবচেয়ে বেশি ‘ডিজলাইক’ পাওয়া ভারতীয় ভিডিওর তালিকায় প্রথম স্থান পেয়ে রেকর্ড গড়েছে ‘সড়ক টু’-এর ট্রেলার। আর পুরো বিশ্বের তালিকায় তৃতীয়।

১১ আগস্ট মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৯.৭ মিলিয়ন ‘ডিজলাইক’ পেয়েছে ‘সড়ক টু’-এর ট্রেলার। প্রতি মুহূর্তেই এই সংখ্যাটি বাড়ছে। মূলত ‘স্বজনপোষণ’ বিতর্কের কারণেই এই ভিডিওটি এত ‘ডিজলাইক’ পাচ্ছে।

[ আরও পড়ুন : ‘দাদা যন্ত্রণায় কাতরাতেন আর রিয়া ম্যাডাম পার্টি করতেন’, বিস্ফোরক দাবি সুশান্তের প্রাক্তন চালকের ]

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্ক শুরু হয়। এর মাঝেই প্রকাশ পায় আলিয়া ভাটের ‘কফি উইথ করণ’-এ সুশান্ত নিয়ে নিয়ে মন্তব্য করার ভিডিও এবং মহেশ ভাটের কিছু মন্তব্য। এরপর সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাট ও মহেশ ভাটকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। তাদের সিনেমা বয়কট করার আহ্বান জানানো হয়।


মহেশ ভাটের ‘সড়ক’ ছবির সিকুয়েল ‘সড়ক টু’। এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর ও যিশু সেনগুপ্ত। ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

[ আরও পড়ুন : স্বাধীনতা দিবসে রেড রোডে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর ]

 

আরও পড়ুন ::

Back to top button