খেলাজাতীয়

‘ধোনির হেলিকপ্টার শটগুলি মিস করবে গোটা ক্রিকেটবিশ্ব: অমিত শাহ

'ধোনির হেলিকপ্টার শটগুলি মিস করবে গোটা ক্রিকেটবিশ্ব: অমিত শাহ

২০২০ সালটা যেন শুধুই খারাপ খবরের । প্রায় প্রতিদিনই একের পর এক মন খারাপ করে দেওয়ার মতো খবরই যেন এখন পাওয়া যায় । শনিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি । নিজের অবসর ঘোষণার জন্য ৭৪তম স্বাধীনতা দিবসের দিনটাকেই বেছে নিয়েছিলেন মাহি ।

সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, ”সবাইকে এত ভালোবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ । আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন।

[ আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে রাশিয়া ]

ধোনির মতো কিংবদন্তী ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের অবসরের ঘোষণায় নিজের মনের কথা ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । ট্যুইটারে তিনি এদিন লেখেন, ” বিশ্বের অন্যান্য কোটি কোটি ধোনির ফ্যানদের সঙ্গে আমিও আজ ধোনিকে ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ক্রিকেটে ওঁর অপরিসীম অবদানের জন্য ।

সর্বদা মাথা ঠাণ্ডা রেখে অনেক কঠিন পরিস্থিতিতে ভারতকে টেনে তুলেছেন তিনি । ধোনির অধিনায়কত্বে ভারত ক্রিকেটের দুই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে । ”

[ আরও পড়ুন : এমন আগে কখনই দেখিনি : ইংল্যান্ডকেও ভয় দেখাচ্ছেন রিজওয়ান ]

শাহ এদিন আরও একটি ট্যুইটে লেখেন, ” এমএস ধোনি ওঁর নিজস্ব ক্রিকেট খেলার স্টাইলে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মন জয় করেছেন । ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা । হেলিকপ্টার শটগুলি মিস করবে ক্রিকেটবিশ্ব, মাহি ! ”

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button