আন্তর্জাতিক

আমেরিকার ভোট কেন মঙ্গলবারে

আমেরিকার ভোট কেন মঙ্গলবারে

বিশ্বের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ভোটারদের ভোট দেয়ার হার সবচেয়ে কম। ব্যস্ততার কারণে এক-চতুর্থাংশেরও বেশি ভোটার ভোট কেন্দ্রে যান না।

গণতান্ত্রিক ব্যবস্থার শুরুর দিকে ছুটির দিনে নির্বাচনের আয়োজন করে এলেও কোনো ভালো ফল মেলেনি। এরপর ১৮৪৫ সাল থেকে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন নির্দিষ্ট করা হয়।

ওই নিয়ম চালুর সময়টাতে যুক্তরাষ্ট্র ছিল কৃষিপ্রধান দেশ। ঘোড়ায় টানা গাড়িতে করে কাছের ভোট কেন্দ্রে যেতে অনেক সময় লেগে যেত কৃষকদের।

[ আরও পড়ুন : ৩০,০০০ টন ওজন বহনে সক্ষম এই এয়ারক্রাফট, বানাচ্ছে দক্ষিণ কোরিয়া ]

শনিবার ছিল ফসলের মাঠে কাজের দিন। ধর্মকর্মের কারণে রোববারও দূরে যাওয়া যেত না। বুধবার বাজারের দিন। মাঝখানে বাকি মঙ্গলবার।

এ কারণেই মঙ্গলবারকে ভোটের দিন হিসেবে বেছে নেয়া হয়। আর মাস হিসেবে নভেম্বরকে বেছে নেয়ার কারণ সে সময় নভেম্বর মাস পড়তে পড়তে যুক্তরাষ্ট্রে ফসল কাটা শেষ হয়ে যেত।

নভেম্বর শেষ হতেই শীত নামত জাঁকিয়ে। তাই নভেম্বরকে ভোটের উপযুক্ত সময় হিসেবে বেছে নেয়া হয়।

আরও পড়ুন ::

Back to top button