কলকাতা

যোগী সেনার হিন্দু ভোট ভাগের চক্রান্ত রুখে দিন” বললেন যোগী সেনার যুব সভাপতি দিবাকর দেবনাথ

যোগী সেনার হিন্দু ভোট ভাগের চক্রান্ত রুখে দিন" বললেন যোগী সেনার যুব সভাপতি দিবাকর দেবনাথ

নিজস্ব প্রতিনিধি-কলকাতা: আজ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন যোগী সেনা সংগঠনের বাংলার যুব সভাপতি দিবাকর দেবনাথ ৷ সঙ্গে সমস্ত জেলার জেলা সভাপতি দের “যোগী সেনা” থেকে ইস্তফা দেওয়ার আহ্বান করলেন, তিনি আরো বলেন আমরা হিন্দুদের সংগঠিত করার জন্য যোগী সেনা সংগঠনের নাম লিখিয়েছি ৷ আমরা সকলেই জানি এই সংগঠন অরাজনৈতিক সংগঠন ৷

যদি রাজনীতি করতেই হয় তাহলে আমরা বিজেপি করব ৷ কারণ বিজেপি আজ ক্ষমতায় আছে সেই কারণে দেশে হিন্দু সংগঠন গুলো কাজ করতে পারছে ৷ এমন বিস্ফোরক মন্তব্য করার কারণ হলো, আজ একটি ফেসবুক লাইভে আছেন যোগী সেনার রাষ্ট্রীয় সভাপতি কুলদীপ হিন্দু । সেই লাইভ অনুষ্ঠানে উনি বলেন, “যোগী সেনা পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে ৷

[ আরও পড়ুন : ‘ইনজেকশন দিয়ে চুপ করিয়ে দেব’, জিয়া খানের মা’কে হুমকি মহেশ ভাট’র ]

“আর তারপরেই যোগী সেনা সংগঠনের বাংলার যুব সভাপতি দিবাকর দেবনাথ ফেসবুক লাইভে এসে ঘোষণা করে দেয় যারা হিন্দুত্বের জন্য কাজ করতে চায় তারা সংগঠন থেকে বেরিয়ে আসুন যদি রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যোগী সেনা সংগঠনে থাকতে পারেন, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ৷ তিনি আরো দাবি করেন অনেক জেলা সভাপতি নিজের ইচ্ছায় সদস্য পদ ছেড়ে দিয়েছে ।

এই বিষয় নিয়ে পূজনীয় যোগী আদিত্যনাথ মহারাজের সঙ্গে কথা বলবেন বাংলায় সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা ৷অন্য সংগঠন বানিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে হিন্দুত্বের জন্য কাজ করার লক্ষ্য আছে বলে জানালেন হিন্দুত্ববাদী নেতা দিবাকর দেবনাথ ৷

পরে আবার ফেসবুক লাইভে আছেন রাষ্ট্রীয় সভাপতি কুলদীপ হিন্দু তিনি বলেন বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে কিছু জনকে সরানো হয়েছে, যোগী সেনা কখনোই বিজেপির বিরোধিতা করেনি আর ভবিষ্যতেও করবে না ৷ বাংলা’ই দিবাকর সহ তিন জনকে আমরা পদ থেকে সরিয়ে দিয়েছি তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে তাই ৷ আজ থেকে যোগী সেনার সাথে দিবাকর দেবনাথ এর কোন সম্পর্ক নেই ৷

[ আরও পড়ুন : ফের উঠল প্রশ্ন, মোদী কেন কোয়ারানটিনে থাকছেন না?’ ]

 

আরও পড়ুন ::

Back to top button