Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

দু’বছরে খসে পড়ছে ছাদ, পাকিস্তানে চিনের তৈরি এয়ারপোর্টের হাল দেখুন

দু'বছরে খসে পড়ছে ছাদ, পাকিস্তানে চিনের তৈরি এয়ারপোর্টের হাল দেখুন

চিনা পণ্যে ছেয়ে গিয়েছে বিশ্বের বহু বাজার! কিন্তু কেন এত চাহিদা চিনা পণ্যের ? ব্যবসায়ীদের দাবি, মূলত সস্তা দামের জন্যই ক্রেতারা চিনা পণ্য বেছে নেন। কিন্তু কথায় আছে, সস্তার দীন অবস্থা! চিনা পণ্যেরও সেই একই হাল! বিশ্বের নানা প্রান্তের পাশাপাশি বন্ধু দেশ পাকিস্তানেও রাজ করে চিনা পণ্য! সেখানকার চিত্রটাও একই! সস্প্রতি পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট সস্তার চিনা দ্রব্য ব্যবহার করলে কী হাল হয়!


অনিল চোপড়া নামে এক ব্যক্তি পাকিস্তানের ইসলামাবাদ এয়ারপোর্টের একটি ভিডিও নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের টার্মিনালের একটি অংশের ছাদ থেকে সাদা চাঙড়ের মতো কিছু খসে খসে পড়ছে, সেগুলি আসলে ফলস সিলিংয়ের অংশ। তবে ফুটেজ দেখে এটা স্পষ্ট, এয়ারপোর্টের ওই অংশ পরিত্যাক্ত নয়, দিব্য লোকজন ঘোরাফেরা করছে।

[ আরও পড়ুন : জীবনযুদ্ধে হার, প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাথ ]

অনিল চোপড়া তাঁর টুইটে লিখেছেন, ” ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৮ সালে চাইনিজ স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এটি তৈরি করে।”

ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল! মজা-মশকরায় মুখর নেটিজেনরা! তাঁদের বক্তব্য , ” বিমানবন্দরের দশা ঠিক চিন-পাকিস্তান সম্পর্কের মতোই!” চিনা পণ্যের মান নিয়েও চলছে দেদার হাসি-ঠাট্টা।


 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button