বিচিত্রতা

শ্রমিক থেকে র‍্যাপার, বলিউডে ডাক পেয়েও আগ্রহ নেই দুলের

শ্রমিক থেকে র‍্যাপার, বলিউডে ডাক পেয়েও আগ্রহ নেই দুলের

দলিত সম্প্রদায়ের দুলেশ্বর টান্ডি এখন র‌্যাপার দুলে রকার নামে পরিচিত। পেশায় শ্রমিক। লকডাউন ও মহামারী পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা মানুষের কানে পৌঁছে দিয়ে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

উড়িষ্যার এক গরীব পরিবারে জন্ম হয়েছে দুলের। ২০১৩ সালে একটি সরকারি কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে বিএসসি পাশ করেছেন তিনি। চাকরি না পেয়ে তিনি একটি হোটেলে ওয়েটারের কাজ করা শুরু করেন।

ভারতে লকডাউন জারি করার পর নিজের চোখে পরিযায়ী শ্রমিকদের কষ্ট দেখেছেন দুলে। এরপর তিনি তার প্রথম গান ‘টেলিং দ্য ট্রুথ‌’ গানটি লিখেছেন। গানটিতে সুযোগসন্ধানী রাজনীতিবিদদের কথা বলা হয়েছে। রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় গানটি। এরপর ‘‌সুন সরকার, সত্য কথা’ গানটি লিখেছেন তিনি।

২৭ বছর বয়সী দুলে ডাক পেয়েছেন বলিউডেও। কিন্তু তিনি জানিয়েছেন, বলিউডে তার আগ্রহ নেই। বরং ভারতের মানুষের দৈনন্দিন দুর্দশার কথা তিনি গানের মাধ্যমে তুলে ধরতে চান মানুষের কাছে।

আরও পড়ুন ::

Back to top button