বীরভূম

শান্তিনিকেতনে প্রাচীর দেওয়া নিয়ে ভাঙচুর

শান্তিনিকেতনে প্রাচীর দেওয়া নিয়ে ভাঙচুর

শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে সোমবার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে মাঠে পৌষমেলা হয় সেই মাঠ প্রাচীর দিয়ে ঘেরার কাজ করছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সোমবার সকালে স্থানীয় কয়েকজন দলবল নিয়ে সেখানে হাজির হয়। তারা নির্মাণ কাজে বাধা দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে মাঠ ঘেরার কাজ বন্ধ করতে বললেও তারা তা শুনেনি। এতে নির্মাণ সামগ্রীসহ বিশ্বভারতীর একটি অস্থায়ী অফিসে ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

জেসিবি মেশিন দিয়ে বিশ্বভারতীর একটি গেট ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

[ আরও পড়ুন : বন্যা কবলিত অসমকে অর্থসাহায্য, অক্ষয় কুমারকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী সোনোওয়ালের ]

কয়েকদিন আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষ করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর পৌষমেলা আয়োজন না করার ঘোষণা দেয়। গত শনিবার থেকে মেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয় বলে জানায় কলকাতার আনন্দবাজার পত্রিকা।

কিন্তু এর বিরোধিতা করে স্থানীয় ব্যবসায়ী সমিতি। তাদের কাছে ধারণা দেওয়া হয়, চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে মেলা। বিশেষ করে, বোলপুর এবং শান্তিনিকেতনের ব্যবসায়ীদের একাংশ পৌষমেলার পক্ষে। যা নিয়ে তর্ক-বিতর্ক এবং মিছিল-পাল্টা মিছিল হচ্ছিল।

যদিও এবার পৌষ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন ::

Back to top button