Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

আগামী দু’দিন পূর্ণ লকডাউন রাজ্যে

আগামী দু'দিন পূর্ণ লকডাউন রাজ্যে

আগামিকাল বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দু’দিন রাজ্যে পূর্ণ লকডাউন। ফলে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বলা যায় ওই দু’দিন রাজ্যে রাজ্যে বন্ধ থাকবে রেল পরিষেবা।

রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গে সাপ্তাহিক লকডাউনে কোনও ট্রেন রাজ্য থেকে ছাড়বে না। অন্য রাজ্য থেকে ট্রেন এখানে এসে পৌছবে না। এমনকি স্পেশাল ট্রেনও চলবে না।

যে ট্রেনগুলি আগামী দু’দিন বাতিল থাকছে, সেগুলি হল – আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন, হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন, শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস, যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদহ -ভুবনেশ্বর দুরত্ব এক্সপ্রেস।

[ আরও পড়ুন : করোনা মোকাবিলায় ভালো কাজ করেছে রাজ্য: রাষ্ট্রসংঘ ]

এছাড়া আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তারমধ্যে সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল, এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর আসবে। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের কোনও স্টপেজ থাকছে না এরাজ্যে। লকডাউন মিটে যাওয়ার পরে হাওড়া-মুম্বাই সি এস এম টি স্পেশাল ট্রেন ছাড়বে।

আগামী দু'দিন পূর্ণ লকডাউন রাজ্যে

রাজ্যে লকডাউনের দিনগুলিতে যাতে রেল ও বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা যায় সেব্যাপারে আগেই কেন্দ্রকে আবেদন জানিয়েছিল নবান্ন। রাজ্য সরকারের আবেদন মেনেছে কেন্দ্র।

দেশের একাধিক রাজ্যের পাশাপাশি করোনার মাত্রাছাড়া সংক্রমণ বাংলাতেও। পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটানা না হলেও সপ্তাহে দু’দিন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

[ আরও পড়ুন : কলঙ্কিত রিয়া! এবার সিনেমা থেকে বাদ পড়লেন ]

অন্যদিকে লালবাজার সূত্রে খবর, বিগত দিনের মতই আগামী দু’দিন বৃহস্পতিবার ও শুক্রবার কড়া হাতে লকডাউন সফল করতে প্রস্তুত পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়ে চলবে নাকা চেকিং। অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হবে। কেউ লকডাউন অমান্য করলে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button