আন্তর্জাতিক

চীনে ভয়াবহ বন্যায় হুমকিতে ১২শ বছরের ঐতিহ্য

চীনে ভয়াবহ বন্যায় হুমকিতে ১২শ বছরের ঐতিহ্য

চীনের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ইয়াংজে নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। ইতোমধ্যে ১ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

তবে হুমকিতে রয়েছে দেশটির ১,২০০ বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা। খবর রয়টার্সের।

১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবয় বন্যায় দেশটির চিসুয়ান রাজ্যে হুমকিতে রয়েছে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক বুদ্ধ মূর্তি। স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরা বালিভর্তি ব্যাগ দিয়ে মূর্তিটি ধসে পড়া থেকে রক্ষা করতে চেষ্টা চারিয়ে যাচ্ছে। রাজ্যটিতে বন্যার পানি বাড়তে থাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।

[ আরও পড়ুন : চিনের তৈরি ভ্যাক্সিনের ট্রায়াল চলবে পাকিস্তানে ]

রাজ্যটির একটি পানিবিদ্যুৎ প্রকল্পের মিটারে প্রতি সেকেন্ডে ৭৪ হাজার কিউবেক মিটারের স্রোত রেকর্ড করা হয়েছে। পানি আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, চীনের প্রায় ৬ কোটি মানুষ এই বন্যার কবলে পড়েছে। কমপক্ষে দেড় কোটি একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। একদিকে যেমন বিস্তর ফসল নষ্ট হয়েছে, তেমনি চলতি মাসে জমি জলার তলায় থাকায় নতুন করে চাষও সম্ভব হচ্ছে না, ফলে পরের মৌসুমেও পর্যাপ্ত শস্য মিলবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চীনের বিপর্যয় মোকাবিলা মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে।

আরও পড়ুন ::

Back to top button