আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছেই, জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাদের

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছেই, জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাদের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দাবানল বেড়েই চলছে। মঙ্গলবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) থেকে জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাদের।

দুই ডজন দাবানল ছড়িয়ে পড়েছে নর্দার্ন ও সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায়। দাবানলের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে সাক্রামেন্টোর দক্ষিন-পশ্চিমের ভ্যাকাভিল শহরে। এই শহরের ১ লাখ মানুষকে জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু দাবানলের লেলিহান শিখা লোকালয়ের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে।

সোনোমা, লেক, নাপা ও সোলানো কাউন্টির ৪৬ হাজার একর এলাকা পুড়ে ভষ্মে পরিণত হয়েছে। সেখানে লোকালয়ের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে দাবানল। অনেক স্থানে বাড়িঘরও পুড়ছে। সেখানকার মানুষজন ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে। উপরোল্লিখিত কাউন্টিগুলোতেও জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ২০১৭ সালের দাবানলে নাপা ও সোনোমা কাউন্টিতে ২২ জন মারা গিয়েছিল।

[ আরও পড়ুন : চিনের তৈরি ভ্যাক্সিনের ট্রায়াল চলবে পাকিস্তানে ]

দাবানলের কারণে রেকর্ড গতিতে বাড়ছে তাপমাত্রা। ধোয়ার ছেয়ে গেছে পুরো রাজ্যের আকাশ। বাতাসের কোয়ালিটির দ্রুত অবনতি হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারন করছে।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গাভিন নিউসম জরুরি অবস্থা ঘোষণা করেন। রাজ্যের জাতীয় আন্তঃসংযোগ অগ্নি কেন্দ্র সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

গেল দুই মাস ধরে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস পরিস্থিতিও মারাত্মক আকার ধারন করেছে। এমন সময়ে দাবানলের আগ্রাসনে পরিস্থিতি আরো খারাপ হবে বলেই শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন ::

Back to top button