বিনোদন

কে বায়ুসেনার প্রথম মহিলা পাইলট?‌ গুঞ্জন-শ্রীবিদ্যা তরজা তুঙ্গে

কে বায়ুসেনার প্রথম মহিলা পাইলট?‌ গুঞ্জন-শ্রীবিদ্যা তরজা তুঙ্গে

বায়োপিক রিলিজ হওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক। এবার মুখ খুললেন বায়ুসেনার প্রাক্তন পাইলট গুঞ্জন সাক্সেনা। জাহ্নবী কাপুর অভিনীত বায়োপিকে দেখানো হয়েছে, গুঞ্জন সাক্সেনা ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা কমব্যাট পাইলট, যিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। গুঞ্জনের সতীর্থ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট শ্রীবিদ্যা রাজন এরপরই ফেসবুকে একটি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘‌ছবিতে সত্যকে বিকৃত করা হয়েছে। দেখানো হয়েছে, গুঞ্জন সাক্সেনা প্রথম মহিলা পাইলট যিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। তথ্যটি সম্পূর্ণ ভুল। আমরা দু’‌জনে একসঙ্গে উধমপুরে পোস্টেড ছিলাম। যখন কার্গিল যুদ্ধ শুরু হল, আমি ও আমার পুরুষ সহকর্মীরা বিমান নিয়ে উড়ে গিয়েছিলাম শ্রীনগরে।’‌

মুখ খুলেছেন গুঞ্জন। তিনি বলেছেন, ‘‌যখন কার্গিল যাই, তখন আমার রেকর্ড বা ইতিহাস তৈরির কোনওকিছুই মাথায় ছিল না। আমার লক্ষ্য ছিল, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা।’‌
গুঞ্জনের কথায়, কার্গিল যুদ্ধ শেষ হওয়ার পর ভারতীয় বায়ুসেনার তরফে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল, গুঞ্জন সাক্সেনাই ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা কমব্যাট পাইলট, যিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন।

[ আরও পড়ুন : কলঙ্কিত রিয়া! এবার সিনেমা থেকে বাদ পড়লেন ]

গুঞ্জনের কথায়, ‘‌১৯৯৯ এর জুলাই থেকে আজ অবধি আমার নাম একাধিকবার বিভিন্ন সংবাদপত্রে শিরোনামে এসেছে। লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে আমার নাম। বায়ুসেনার প্রমোশনাল ভিডিওতেও আমার কথাই বলা রয়েছে।’‌ গুঞ্জনের কথায়, ‘‌এতদিন কোনও বিতর্কই ছিল না।

কোনও বদলও আমি দেখিনি। একমাত্র বদল বলতে, ছবিটি রিলিজ করেছে।’‌ গুঞ্জনের কথায়, ‘‌কার্গিল যুদ্ধের সময় শ্রীবিদ্যার সঙ্গে কখনও বিমান নিয়ে উড়িনি। এমনকি শ্রীনগরে শ্রীবিদ্যা পোস্টেডও ছিল না। কিছুদিন আগে কী দাবি করা হয়েছে, তা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিও না।’‌

যদিও ছবির তথ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বায়ুসেনার অবসরপ্রাপ্ত উইং কম্যান্ডার নম্রিতা চন্ডী চিঠি দিয়েছেন ছবির পরিচালককে। তথ্য বিকৃত করার দায়ে অভিযুক্তও করেছেন পরিচালককে। এমনকি বলেছেন, ‘‌গুঞ্জন নন। শ্রীবিদ্যা রাজন প্রথম মহিলা পাইলট যিনি কার্গিল যুদ্ধে গিয়েছিলেন। আমি নিশ্চিত শ্রীবিদ্যার এই কৃতিত্ব কেউ কেড়ে নিলেও ও কোনও অভিযোগ করবে না।’‌

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button