ঝাড়গ্রাম

পিঠে লোহার বর্শা খুঁচিয়ে খুনের চেষ্টা, গুরুতর জখম রেলকর্মী

পিঠে লোহার বর্শা খুঁচিয়ে খুনের চেষ্টা, গুরুতর জখম রেলকর্মী

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন সরডিহা স্টেশনের এক রেলকর্মী। বুধবার রাতে সরডিহা রেল কোয়ার্টার চত্বরে রঞ্জিত মাহাতো নামে বছর সাঁইত্রিশের ওই রেল কর্মীর পিঠে বর্শা গেঁথে খুনের চেষ্টা করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সরডিহা রেল চত্বরে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের বাড়ি ঝাড়গ্রামের দামোদরপুর গ্রামে।

[ আরও পড়ুন : সময়ের অনেক আগেই ভারতে করোনার ভ‌্যাকসিন, ইঙ্গিত ICMR-এর ]

তবে বছর দশেক ধরে তিনি স্ত্রী ও সাত বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে সরডিহার রেল কোয়ার্টারে থাকেন। সরডিহা রেল স্টেশনের অপারেটিং সেকশনের কর্মী রঞ্জিত বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ডিউটি সেরে হেঁটে কোয়ার্টারে ফেরার সময় আক্রান্ত হন তিনি। হামলাকারীরা পিছন থেকে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ।

[ আরও পড়ুন : ধোনিকে আবেগভরা চিঠি মোদির ]

রঞ্জিত অবশ্য অন্ধকারে কাউকেই দেখতে পাননি। খবর পেয়ে রেল পুলিশ রঞ্জিতকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটিতে নিয়ে যায়। হাসপাতালে অস্ত্রোপচার করে বর্শাটি বের করেন সার্জেন সুব্রত হাজরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। পুলিশের অনুমান, ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে এমন ঘটনা।

 

আরও পড়ুন ::

Back to top button