ঝাড়গ্রাম

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আর্তজনের পাশে অজিত

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আর্তজনের পাশে অজিত

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: যুব তৃণমূলের ঝাড়গ্রাম শহর সভাপতি হিসেবে সব সময় মানুষের পাশে তাঁকে দাঁড়াতে দেখা গিয়েছে। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হয়েও একইরকম ভাবে মানুষের পাশে রয়েছেন অজিত মাহাতো। তরুণ এই নেতার উদ্যোগে বৃষ্টিদুর্গত দু’টি দুঃস্থ পরিবার পেল সাহায্য। নিম্নচাপের বৃষ্টি-দুর্যোগে দু’টি গৃহহীন পরিবারের পাশে দাঁড়ালেন অজিত।

নিম্নচাপের বৃষ্টির জল জমে গিয়ে ঝাড়গ্রাম শহরের ১২ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লি এলাকার দু’টি পরিবারের মাটির বাড়ি ভেঙে যায়। খবর পেয়ে এলাকায় গিয়ে দু’টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অজিত। অজিতের ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকেও ওই দু’টি পরিবারকে ত্রিপল ও খাদ্যসামগ্রী দেওয়া হয়।

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আর্তজনের পাশে অজিত

অজিত বলেন, “মানুষের পাশে সবসময় আছি। করোনা কালেও সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওই দু’টি পরিবার সমস্যায় পড়েছে খবর পেয়ে এলাকায় গিয়ে তাঁদের সাহায্য করেছি। প্রশাসনকেও জানিয়েছি।”

[ আরও পড়ুন : ভারতে মোট করোনা আক্রান্ত ২৮ লাখেরও বেশি, ১ দিনে সংক্রামিত প্রায় ৭০ হাজার ]

 

আরও পড়ুন ::

Back to top button