Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ফের পশুহত্যা কেরলে , অন্তঃসত্ত্বা বাইসন মেরে মাংস খেল শিকারীরা

ফের পশুহত্যা কেরলে , অন্তঃসত্ত্বা বাইসন মেরে মাংস খেল শিকারীরা

কেরলে ফের নৃশংসভাবে পশুহত্যার ঘটনা। এবার একটি অন্তঃসত্ত্বা বাইসনকে মেরে তার মাংস খাওয়ার অভিযোগে কেরলের মালাপ্পুরাম জেলায় ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুঞ্চা জঙ্গল এলাকায় গত ১০ আগস্ট পুলিশ হানা দিয়ে একজনের বাড়ি থেকে বাইসনের ২৫ কেজি মাংস উদ্ধার করে। বাইসনের হাড়গোড় ও অবশিষ্টাংশ দেখে পুলিশের অনুমান, প্রাণীটি অন্তঃসত্ত্বা ছিল।

কয়েক মাস আগে এক অন্তঃসত্ত্বা হাতি খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। বাজি ভরতি আনারস খেয়ে বিস্ফোরণে উড়ে যায় হাতিটির মুখ। গর্ভস্থ শাবক-সহ মৃত্যু হয় হস্তিনীর। আবার সেই কেরলেই নৃশংসভাবে পশুহত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইসনের গর্ভস্থ ভ্রুণও টুকরো টুকরো করে কাটে দুষ্কৃতীরা। জঙ্গলে গুলি করে প্রথমে বাইসনটিকে মারা হয়। তারপর শিকারের অস্ত্র, বাইসনের হাড়গোড় ও অবশিষ্টাংশ জঙ্গলেই ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। অন্তত ২০০ কেজি মাংস ভাগাভাগি করে তারা।

[ আরও পড়ুন : রাহুলকে কংগ্রেসের সভাপতি করার জোরাল দাবি ]

এই নৃশংস ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বন দপ্তর গ্রেপ্তার করেছে পুল্লারা নানিপ্পা ওরফে আবু, মহম্মদ বুস্তান, মহম্মদ আনসিফ, চেমাল্লা আশিক, পিলাক্কাল সোহেল ও সুরেশ বাবুকে। চলতি সপ্তাহেই তাদের আদালতে তোলা হবে।

ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ পশুপ্রেমীরা। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, লকডাউনের মধ্যে দেশে পশুর উপর হিংসার ঘটনা অনেক গুণ বেড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন বনমন্ত্রক ও পশুপ্রেমীরা।

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button