বিনোদন

এবার বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে অক্ষয় কুমার, জেনেনিন বিস্তারিত

এবার বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে অক্ষয় কুমার, জেনেনিন বিস্তারিত - West Bengal News 24

ম্যান ভার্সের ওয়াইল্ড’ এর উপস্থাপক বিয়ার গ্রিলসের সঙ্গে এবার জঙ্গলে অভিযানে যাবেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের পরে এবার সেই অভিযানে যোগ দিলেন বলিউডের ‘খিলাড়ি’।

শুক্রবার (২১ আগস্ট) অক্ষয় কুমার নিজেই তার টুইট্যার হ্যান্ডেলে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিগগিরই তাকে দেখা যাবে বিয়ার গ্রিলসের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো’য়ে।

জানা যায়, গত জানুয়ারিতেই এই শো’য়ের জন্য বান্দিপুর ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে অক্ষয়ের সঙ্গে বিয়ার গ্রিলসের শুটিং শেষ হয়।

[ আরও পড়ুন : এবার আসছে ‘স্পাইডার-ওম্যান’ ]

২০ সেকেন্ডের একটি মোশন পোস্টার শেয়ার করে ইনটু দ্য ওয়াইল্ডের এই বহুল প্রতীক্ষিত পর্বের এক ঝলক দেখালেন অক্ষয়। ভিডিও শুরুতেই জঙ্গলের ভয়ঙ্কর কুমির দেখা যায়।

পোস্টার থেকে জানা যায়, এই টানটান উত্তেজনাপূর্ন পর্বটি ডিসকভারি+ অ্যাপে প্রিমিয়ার হবে আগামী ১১ সেপ্টেম্বর রাত ৮টায়। আর ডিসকভারি চ্যানেলে এটি প্রচার হবে ১৪ সেপ্টেম্বর।

 

 

সুত্র: FactRoute

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য