ঝাড়গ্রাম

গাছ ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন শহিদ ক্ষুদিরাম

গাছ ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন শহিদ ক্ষুদিরাম

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ১১২ বছর আগে দেশের জন্য ফাঁসির মঞ্চে শহিদ হয়েছেন তিনি। সেই ক্ষুদিরাম বসু অল্পের জন্য রক্ষা পেলেন ঝাড়গ্রাম শহরে! গাছ ভেঙে পড়ে বরাত জোরে রক্ষা পেল বীর শহিদদের অবক্ষ মূর্তি। তবে মূর্তির বেদির রেলিং ও বাতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে মাটি আলগা হয়ে জেল খানা চত্বরের একটি গাছ ভেঙে পড়ে রাস্তার ধারে মূর্তির উপরে।

বাতিস্তম্ভ ভেঙে যাওয়ায় শুক্রবার রাত থেকে মূর্তিটি অন্ধকারে রয়েছে। কবে পুরসভা রেলিং সরিয়ে মূর্তির বেদিতে নতুন আলো লাগবে সেই অপেক্ষায় রয়েছেন শহরবাসী। এ বছর জানুয়ারি মাসে ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ক্ষুদিরামের আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়।

[ আরও পড়ুন : পূজা ভট্টকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি, অ্যাকাউন্ট লক করলেন অভিনেত্রী ]

২৩ জানুয়ারি মূর্তিটির আবরণ উন্মোচন করেছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রাণী। অরণ্যসুন্দরী গেস্ট হাউসের কাছে রাস্তার মোড়ে মূর্তিটি বসানোর পরে এলাকাটি এখন ক্ষুদিরাম মোড় নামে পরিচিত। ফাইবার গ্লাসের মূর্তিটির শিল্পী হলেন মেদিনীপুরের বিশ্বরূপ পাল।

 

আরও পড়ুন ::

Back to top button