আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপির অনুমোদন

যুক্তরাষ্ট্রে করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপির অনুমোদন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্লাজমা থেরাপির অনুমোদন দেওয়া হয়েছে।

দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন (এফডিএ) এ অনুমোদন দেয় বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

যারা এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এমন ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হওয়ার পর তাদের কাছ থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৭০ হাজারের বেশি মানুষ প্লাজমা থেরাপি গ্রহণ করেছেন।

[ আরও পড়ুন : রাসায়নিক অস্ত্র তৈরির প্লান্টে গোপনে তৈরি হচ্ছে রাশিয়ার দ্বিতীয় ভ্যাক্সিন ]

প্লাজমা থেরাপির মাধ্যমে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ৩৫ ভাগ কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এই থেরাপির কথা ভাবছিলাম। চীনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে এমন ঐতিহাসির ঘোষণা দিতে পেরে আমি সত্যি সন্তুষ্ট। এই থেরাপি অসংখ্য জীবন বাঁচাবে।

 

আরও পড়ুন ::

Back to top button