Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

প্রথমবার কমেডি সিনেমায় ইমরান হাশমি

প্রথমবার কমেডি সিনেমায় ইমরান হাশমি
ইমরান হাশমি

রোমান্টিক, অ্যাকশন ও থ্রিলারসহ নানা ঘরনার সিনেমায় অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেতা ইমরান হাশমিকে। তবে এবারই প্রথম পুরোপুরি কমেডি নির্ভর একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ইমরান হাশমি নিজেই বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি তার নতুন সিনেমার ‘সব ফার্স্ট ক্লাস হ্যা’-এ খবর দিয়েছেন টুইটারে।

ইমরান হাশমি লেখেন, ‘সব ফার্স্ট ক্লাস হ্যা’ সিনেমাটি নিয়ে আমি খুবই উত্তেজিত। এটি পরিচালনা করছেন বলইন্দার সিং জানুজা ও প্রযোজনা করছেন নিশান্ত পিত্তি।

[ আরও পড়ুন : সুশান্তের অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়ান সেই রহস্যময়ী কি ফারহান আখতারের প্রেমিকা শিবানি? ]

এই তারকা আরও জানান, সিনেমাটির গল্প প্রথমবার শুনেই তার পছন্দ হয়েছে। তখনই তিনি কাজের জন্য চূড়ান্ত মত দেন। তবে শুটিং শুরুর আগে কিছুদিন সময় চেয়ে নিয়েছেন।

ইমরানের সঙ্গে এই সিনেমায় আর কে কে অভিনয় করবেন, তা এখনো জানায়নি নির্মাতা। ২০২১ সালে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘সব ফার্স্ট ক্লাস হ্যায়’ সিনেমার পরিচালনা করবেন বলইন্দার সিং জানুজা। এর আগে তিনি ‘ষাণ্ড কি আঁখ’, ‘ফিরিঙ্গি’ ও ‘ মুবারাকান’র চিত্রনাট্য লিখেছিলেন।

এ সিনেমা ছাড়াও বর্তমানে ইমরান হাশমির হাতে রয়েছে ‘মুম্বাই সাগা’ ও ‘চেহেরা’।

আরও পড়ুন ::

Back to top button