জাতীয়

ভেন্টিলেশনেই প্রাক্তন রাষ্ট্রপতি, চলছে ফুসফুসে সংক্রমণের চিকিত্‍সা

ভেন্টিলেশনেই প্রাক্তন রাষ্ট্রপতি, চলছে ফুসফুসে সংক্রমণের চিকিত্‍সা

ফুসফুসে সংক্রমণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চিকিত্‍সা চলছে। তার মধ্যেই বুধবার সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে যে প্রণববাবুর রেনাল প্যারামিটারে কিছু বদল লক্ষ্য করা গিয়েছে। গতকাল থেকেই এই রেনাল প্যারামিটারে সামান্য বদল হয়েছে।

এক বিবৃতিতে সেনা হাসপাতাল জানিয়েছে, ‘ফুসফুসে সংক্রমণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতির চিকিত্‍সা চলছে। কিন্তু মঙ্গলবারের তুলনায় তাঁর মূত্রাশয় সংক্রান্ত মাপকাঠির সামান্য অবনতি হয়েছে। পাশাপাশি এখনও গভীর কোমায় আছেন প্রণববাবু। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।’

[ আরও পড়ুন : রিয়ার ভাইকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ]

গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক। তারপর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি।

কার্যত ১৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

 

সুত্র: The Indian Express বাংলা

আরও পড়ুন ::

Back to top button