Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

মাঝে মাঝেই এমন ছবি দেব ভাবছি : মিথিলা

মাঝে মাঝেই এমন ছবি দেব ভাবছি : মিথিলা

বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি কলকাতায় গেলেন মিথিলা। প্রেমের অদম্য টানেই শত বাধা বিপত্তি পেরিয়ে সৃজিত মুখার্জীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এখন তিনি ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করছেন সেখানেই।

সম্প্রতি ফেসবুকে ‘শুদ্ধতম কবি’ জীবনানন্দ দাশের কবিতা ক্যাপশনে ব্যবহার করে একটি ছবি শেয়ার করেন মিথিলা। তার পরনে ছিল রূপালি জড়ি পাড়ের বেগুনি শাড়ি। আলো-আঁধারিতে তোলা ছবিটিতে সৃষ্টি হয়েছে মোহময় পরিবেশ। এই ছবিটিতে মাত্র ১৬ ঘণ্টায় ৯৮ হাজার লাইক ও প্রায় ১২ হাজার মন্তব্য করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বলাই বাহুল্য এই ছবিটি বিনোদন জগতের সবচেয়ে আলোচিত বিষয় এখন।

[ আরও পড়ুন : আফগানিস্তানে অভিনেত্রী গুলিবিদ্ধ ]

ছবিটির ক্যাপশনে জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করেন তিনি। সেখানে লেখা ছিল-

‘সব পাখি ঘরে আসে, সব নদী—ফুরায় এ জীবনের সব লেনদেন,
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’

ছবিটির বিষয়ে একটি স্বনামধন্য গণমাধ্যমকে মিথিলা বললেন, ‘আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।’


উল্লেখ্য এর আগেও জীবনানন্দ দাশের কবিতার কিছু লাইন মিথিলা তার ছবির ক্যাপশনে দিয়েছিলেন। সেখানে তার পরনে ছিল ধুসর পাড় সাদা শাড়ি। সেখানে কবির ‘আমাকে তুমি’ কবিতার দুইটি পংক্তি দেন তিনি।

সেখানে ছিল-

একটা ধবল চিতল-হরিণীর ছায়া
আতার ধূসর ক্ষীরে-গড়া মূর্তির মতো
নদীর জলে
সমস্ত বিকেলবেলা ধ’রে
স্থির।
~ জীবনানন্দ দাশ

আরও পড়ুন ::

Back to top button