ঝাড়গ্রাম

মা টেরিজার জন্মদিনে আমজনতার মুখে হাসি ফেটাতে স্মাইল কেয়ারের উদ্যোগ

মা টেরিজার জন্মদিনে আমজনতার মুখে হাসি ফেটাতে স্মাইল কেয়ারের উদ্যোগ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: সেবার প্রতীক জননী টেরিজার ১১০ তম জন্মদিনে অভাবীদের মুখে হাসি ফোটালো নয়াগ্রামের স্মাইল কেয়ার ফাউন্ডেশন। সংস্থার উদ্যোগে বুধবার নয়াগ্রাম সুপার স্পেশালিটিতে চিকিৎসাধীন সদ্য সন্তানের জননী প্রসূতিদের মশারি ও ঝুড়িভর্তি ফল উপহার দেওয়া হল। সংস্থার সদস্য কিংশুক বেরা, অতসী ত্রিপাঠী, মৃন্ময় সাহু, লাল্টু বেরা, দীপক মান্নারা হাসপাতালে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রসূতিদের হাতে উপহার তুলে দেন ।

[ আরও পড়ুন : ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী ]

এ ছাড়াও দুস্থ শিশুদেরও নানা ধরনের মরশুমি ফল দেওয়া হয় এদিন। সংস্থার সদস্যরা জানালেন, সীমিত সামর্থ্যের মধ্যে তাঁরা সমাজের অসহায়-অবহেলিতদের মুখে হাসি ফেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার এই কর্মযজ্ঞে আরও অনেকের সাহায্য প্রয়োজন।

মা টেরিজার জন্মদিনে আমজনতার মুখে হাসি ফেটাতে স্মাইল কেয়ারের উদ্যোগ

তবে অতসীরা তাঁদের সীমিত সাধ্যের মধ্যে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। জঙ্গলমহলের আমজনতার মুখে হাসি ধরে রাখার প্রচেষ্টায় স্মাইল কেয়ারের সদস্যদের কথায়, ‘‘ইচ্ছে থাকলে উপায় হয়, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছেন তাঁরা।

আরও পড়ুন ::

Back to top button