বিয়ের আগেই মা হলেন এই গায়িকা
বিয়ে না করেই কন্যাসন্তানের মা হয়েছেন মার্কিন পপ গায়িকা কেটি পেরি। ফলে তার বয়ফ্রেন্ড অরল্যান্ডো ব্লুম বাবা হলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পৃথিবীতে আসে তাদের সন্তান। জন্মের পর সন্তানের নাম রাখা হয়েছে ডেইজি ডোভ ব্লুম।
কেটি সন্তান জন্মদানের পরে ইউনিসেফ তাদের এক বিবৃতিতে জানায়, ইজি ডোভ ব্লুমকে পৃথিবীতে স্বাগতম। আমাদের শুভেচ্ছাদূত কেটি পেরি এবং অরল্যান্ডো ব্লুম দম্পতির নতুন আনন্দের কথা জানতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। নতুন সন্তানের মঙ্গল কামনা করছি।
আরও পড়ুন : বিয়ে আটকাল রণবীর-আলিয়ার
এর আগেও চলতি বছরের মার্চের শুরুর দিকে ‘নেভার ওর্ন হোয়াইট’ নামের অ্যালবামের ভিডিও প্রকাশ করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছিলেন কেটি। পরে টুইটারে শেয়ার করেছিলেন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
প্রসঙ্গত, গেল বছর ভ্যালেন্টাইন্স ডে-তে এনগেজমেন্ট সেরেছিলেন কেটি ও অরল্যান্ডো। চলতি বছরের গ্রীষ্মেই জাপানে ডেস্টিনেশন তাদের বিয়ের আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই দিন পিছিয়ে গেছে। এরইমধ্যে বাবা-মাও হলেন এ জুটি।