বিচিত্রতা

যে গাছে মানুষ হাত দিলেই হাসে!

যে গাছে মানুষ হাত দিলেই হাসে!

গাছের পাতায় হাত দিলে গুটিয়ে যায় এমন গাছের নাম লজ্জাবতী যা আমরা সকলেই জানি। তবে স্পর্শ করলে যে গাছ হাসতে পারে, সেটা অনেকেরই অজানা। অবাক লাগলেও এটাই সত্য। গাছের কান্ড ও শাখায় স্পর্শ করলে হেসে উঠছে ওই গাছ!‌

গাছটির আসল নাম ‘‌রেন্ডিয়া ডক্ট্রোমাম।’‌ তিনশ থেকে এক হাজার তিনশ মিটার উচ্চতার মধ্যেই গাছগুলি থাকে। তবে গাছ দু’টি মানুষের মতো আচরণ করার বিষয়টি যথেষ্ট রহস্যজনক।

ভারতের উত্তরাখণ্ডের কালাধুঙ্গি জঙ্গলে রয়েছে বিরল প্রজাতির গাছটি। গাছটিতে হাত দিলেই তা এমনভাবে নড়তে শুরু করে যে, মনে হবে গাছটি যেন হাসছে।

আরও পড়ুন : চুরি হয়ে গেল আস্ত ব্রিজের ৭৫ শতাংশ!

জানা গেছে, কালাডুঙ্গি জঙ্গলে এরকম দুটি গাছ রয়েছে। রামনগরের কারি জঙ্গলে এরকম আরেকটি গাছ রয়েছে। গত পাঁচ বছর ধরে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ওই দু’টি গাছ। গাইডদের সঙ্গে নিয়ে পর্যটকরা ওই গাছ দেখতে যান। স্পর্শও করেন অনেকেই।

সে কারণে গাছ দু’টিকে নিয়ে পরীক্ষা শুরু হয়েছে। কেন মানুষের স্পর্শ পেলেই গাছগুলো নড়তে শুরু করে তার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন ::

Back to top button