আন্তর্জাতিক

‘বাইডেন আমেরিকানদের স্বপ্ন ধ্বংস করবে’

‘বাইডেন আমেরিকানদের স্বপ্ন ধ্বংস করবে’
ডোনাল্ড ট্রাম্প

রিপাবলিকান দলের সম্মেলনের সমাপনী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের সতর্ক বলে বলেছেন নভেম্বরের নির্বাচনে যদি বাইডেন বিজয়ী হয়ে হোয়াইট হাউসে প্রবেশ করে তবে আমেরিকানদের স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে। এ সময় তিনি তার প্রতিদ্ধন্ধীকে আমেরিকান মাহাত্ম্য ধ্বংসকারী হিসেবেও আখ্যায়িত করেন। খবর বিবিসির।

এ সময় ট্রাম্প তার বক্তব্যে ডেমোক্রেটরা বিভিন্ন শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন। ভোটারদেরকে আরো চার বছরের জন্য ট্রাম্পকে নির্বাচিত করতে আহ্বান জানিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণের আশা ব্যক্ত করেন। ট্রাম্পের এ ভাষণের পর টুইটারে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আরও পড়ুন : ২৩৮ দিন অনশনের পর তুর্কি আইনজীবীর মৃত্যু

বাইডেন বলেন, ‘ট্রাম্প বলেছেন বাইডেনের অধীনে আমেরিকানরা নিরাপদ থাকবে না। আমার কথা আপানারা নিজেরা চারদিকে তাকান এবং নিজেদেরকে প্রশ্ন করেন। ট্রাম্পের আমলে আপনারা কতটা নিরাপদে আছেন?’

উল্লেখ্য, ট্রাম্পের বক্তব্য দেয়ার সময় হোয়াট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ চলতে থাকে।

 

আরও পড়ুন ::

Back to top button