আন্তর্জাতিক

দ্রুত করোনাভাইরাস ভ্যাকসিন আনতে আইন বদলাচ্ছে এই দেশ

দ্রুত করোনাভাইরাস ভ্যাকসিন আনতে আইন বদলাচ্ছে এই দেশ

করোনা-পীড়িত বিশ্বে শুরু হয়েছে ভ্যাকসিন নিয়ে তীব্র প্রতিযোগিতা। কে জিতবে এই লড়াইয়ে, কে প্রথম বাজারে আনবে কোভিড ভ্যাকসিন, সেজন্য শুরু হয়েছে দৌড়। এবার আইনে সংশোধনী আনছে ব্রিটেন।

লক্ষ্য ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সেই নোভেল করোনাভাইরাস ভ্যাকসিনটিকে জরুরী ভিত্তিতে অনুমোদন দেওয়া যায়, ত নিশ্চিত করা। জানান হয়েছে, পুরো লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না।

আরও পড়ুন : আবারো পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’, গত বছরের চেয়ে ভয়াবহ

নতুন আইনী বিধান এই বছরের অক্টোবর থেকেই চালু হয়ে যাবে। যাতে কোনও ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হলে, সঙ্গে সঙ্গেই ড্রাগ নিয়ন্ত্রক জরুরী ভিত্তিতে অনুমোদন দিতে পারে। যদি ভ্যাকসিনে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তখন এই পরিবর্তিত আইন ওযুধ সংস্থাগুলিকেও আদালতে অভিযুক্ত হওয়া থেকে রক্ষা করবে।

 

 

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button