আন্তর্জাতিক

করোনার নিষেধাজ্ঞার বিরুদ্ধে জার্মানিতে বিক্ষোভ

করোনার নিষেধাজ্ঞার বিরুদ্ধে জার্মানিতে বিক্ষোভ

করোনার বিস্তার রোধে সরকারের জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে জার্মানিতে। শনিবার রাজধানী বার্লিনে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে ১৮ হাজারের বেশি মানুষ।

বিক্ষোভকারীরা বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটে জড়ো হয়। এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘করোনা নিয়ে মিথ্যাচার বন্ধ কর’, ‘মের্কেলকে অবশ্যই বিদায় নিতে হবে’।

বিক্ষোভকারীদের দাবি, করোনার কারণে সরকারের জারি করা নিষেধাজ্ঞা তাদের স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে। এছাড়া এই নিষেধাজ্ঞাগুলো অত্যন্ত কঠোর।

আরও পড়ুন : নিউইয়র্কে জুমার নামাজে কৃষ্ণাঙ্গ যুবকের মোটরবাইক হামলা

বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক না পরায় মিছিল শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ সময় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানি বেশ ভালোভাবে করোনা পরিস্থিতি সামাল দিয়েছে। দেশটিতে ব্যাপক হারে করোনা শনাক্ত পরীক্ষা করায় সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে রাখা সম্ভব হয়েছে। তবে সম্প্রতি বিশ্বের অন্যান্য অঞ্চলের মতোই জার্মানিতে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন ::

Back to top button