জাতীয়

প্রথম অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে যুগ্মজয়ী ভারত ও রাশিয়া

প্রথম অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে যুগ্মজয়ী ভারত ও রাশিয়া

২০২০ অনলাইন দাবা অলিম্পিয়াডে যুগ্ম বিজেতা হল ভারত ও রাশিয়া। তবে ফাইনাল বিঘ্নিত হল ইন্টারনেচ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ও সার্ভার খারাপ হয়ে যাওয়ায়। প্রথমে ভারতের ২ খেলোয়াড় নিহাল সারিন ও দিব্য দেশমুখ সার্ভার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সময়ের মধ্যে হেরে যান। ভারত বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানায়। তারপর পুনর্মূল্যায়ন করা হয়।

আরও পড়ুন : কাজে ফাঁকি প্রমাণ হলেই অবসর নিতে হবে ‘পুরোনো’ সরকারি কর্মীদের!ঘোষণা কেন্দ্রের

আন্তর্জাতিক দাবা ফেডারেশন প্রেসিডেন্ট আর্কাদি ভোরকোভিচ ভারত ও রাশিয়া ২ দলকেই স্বর্ণ পদক দেওয়ার ঘোষণা করেন।

প্রথম অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে যুগ্মজয়ী ভারত ও রাশিয়া

প্রবাদপ্রতিম বিশ্বনাথন আনন্দ তারপরই টুইট করেন, “আমরা চ্যাম্পিয়ান। শুভেচ্ছা রাশিয়া।” কোভিড-১৯ অতিমারীর কারণে আন্তর্জাতিক দাবা ফেডারেশন(ফিডে) এবার অনলাইন ফরম্যাটে অলিম্পিয়াড আয়োজন করেছিল।

 

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button