জাতীয়

৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা

৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা

বিমান পরিষেবায় করোনার কোপ অব্যাহত। আবারও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার কথা এদিন ঘোষণা করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ।

নির্দেশিকায় ডিজিসিএ-এর তরফে বলা হয়েছে, ৩০ সেপ্টম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকলেও বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি রুটে উড়ান চলাচল করবে। এক মাস আগেই বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিষেবার ওপর স্থগিতাদেশের মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছিল কেন্দ্র।

আরও পড়ুন : লাদাখে ফের প্রবেশের চেষ্টা করেছে চিনাবাহিনী! রুখে দিল ভারতীয় সেনা

গত ২৩ মার্চ থেকে ভারতে ও ভারত থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রয়েছে। যদিও সীমিত ঘরোয়া উড়ান চালু হয়েছে ২৫মে থেকে। সূচনা হয় ‘বন্দে ভারত মিশন’ প্রকল্প।

এক্ষেত্রে লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমানে এ দেশে ফারত্‍ আনা হয়। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এক মাস আগেই অসামরিক বিমান পরিবহনমন্ত্রক ৩১ অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক বিমানে ওপর নিষেধাজ্ঞা বাড়ায়।

সুত্র: The Indian Express বাংলা

আরও পড়ুন ::

Back to top button