আন্তর্জাতিক

অকল্যান্ডে লকডাউন উঠে গেলেও মাস্ক পরা বাধ্যতামূলক

অকল্যান্ডে লকডাউন উঠে গেলেও মাস্ক পরা বাধ্যতামূলক

এ মাসের শুরুতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। দেশের সবচেয়ে বড় শহরে সোমবার (৩১ আগস্ট) থেকে অবরুদ্ধমুক্ত ঘোষণা করা হলো। তবে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের বিশ্বাস করোনাভাইরাস মহামারি আবার নিয়ন্ত্রণে এসেছে। তাই আবার শিক্ষার্থীদের স্কুলে ও কর্মজীবীদের কর্মক্ষেত্রে ফেরার আহ্বান করলেন তিনি। মাস্ক পরা আর্ডার্ন বললেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে, জানি তা কাজ করবে। আমরা কেবল প্রত্যেকের সহায়তা চাই। প্রত্যেকে যদি গাইডলাইন ও নিয়ম মেনে চলে, জনস্বাস্থ্য বিধি মানে তাহলে আমরা সফল হবো।’

আরও পড়ুন : সম্মেলনের পর জনপ্রিয়তা কমছে বাইডেনের

লকডাউন তোলার দিনই নিউজিল্যান্ডে ৯ জনের করোনা ধরা পড়েছে, যাদের পাঁচজন স্থানীয়ভাবে সংক্রমিত।

নিউজিল্যান্ডে ১০২ দিন স্থানীয় সংক্রমণ শূন্যে থাকার পর অকল্যান্ডে চারজন রোগী শনাক্ত হয়। করোনার বিস্তার রোধে ১২ আগস্ট থেকে লকডাউন শুরু হয় ১৫ লাখ বাসিন্দার শহরে।

অকল্যান্ডে জনসমাবেশ ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং দেশের বাকি অংশে সতর্কর্তা থাকবে দ্বিতীয় মাত্রার, অর্থাৎ সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

 

আরও পড়ুন ::

Back to top button