বিনোদন
পর্নস্টারের বিরুদ্ধে মানুষ খুনের অভিযোগ
এক ব্যক্তির মাটিচাপা মরদেহ উদ্ধারের ঘটনায় সাবেক পর্নস্টার, তার প্রেমিক এবং অন্য আরেকজনকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটনাটি ঘটেছে।
৫১ বছর বয়সী রাউল গুইলেন হত্যা মামলায় সাবেক পর্নস্টার লরেন ওয়ামব্লেস এখন মূল আসামি। চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে গুইলেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন : নিজের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা
গত মঙ্গলবার ফ্লোরিডার গ্রেসভিলে শহরের একটি রাস্তার পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয়। জীবিত অবস্থায় সর্বশেষ লরেনের বাসায় গিয়েছিলেন তিনি।
পুলিশ বলছে, গুইলেন হত্যা মামলায় লরেন, তার প্রেমিক এবং আরেকজনকে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে তদন্তে চলমান আছে।