আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দৈত্যাকার কুমির উদ্ধার

অস্ট্রেলিয়ায় দৈত্যাকার কুমির উদ্ধার

এক দৈত্যাকার বিরল প্রজাতির কুমির ধরা পড়েছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে। ফ্লোরা নদীর প্রাকৃতিক উদ্যান থেকে ১৪ দশমিক ৫ ফুট লম্বাকৃতির কুমিরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটি লবণাক্ত জলের কুমির বলে খবরে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

গেল শুক্রবার (২৫ আগস্ট) ৩৫০ কেজি ওজনের এই বিশালাকৃতির কুমিরটি ফাঁদে আটকা পড়ে। উত্তরাঞ্চলের পর্যটন, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের এক মুখপাত্রের মতে, এই অঞ্চলে বছরের পর বছর বড় প্রজাতির কুমিরের সন্ধান মেলে।

তবে এই কুমিরটিকে প্রজননের জন্য কুমিরের খামারে নেয়া হবে বলে জানিয়েছেনে এই মুখপাত্র।

আরও পড়ুন : অবশেষে ইসরাইল-হামাসের পাল্টাপাল্টি হামলা বন্ধে সমঝোতা

এর আগেও, দেশটিতে ২০১৮ সালে ১৫ দশমিক ৪ ফিট লম্বা কুমির ফাঁদে আটকা পড়ে।

প্রাপ্তবয়স্ক পুরুষর কুমির ২৩ ফুট অর্থাৎ ৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর ওজনের ক্ষেত্রে ৯৯৭ দশমিক ৯ কেজির পর্যন্ত হয়ে থাকে।

এই শক্তিশালী কুমির সাধারণত উপকূলের কাছাকাছি যেমন ম্যানগ্রোভ বা গভীর জলাশয়ে শিকার করে থাকে। সাধারণত লবণাক্ত প্রজাতির কুমির বিশ্বের সবচেয়ে বড় আকৃতির বলে ধারণা করা হয়।

অস্ট্রেলিয়ার সরকারের তথ্য অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলে চলতি বছর ১৬৭টি লবাণাক্ত কুমির ধরা পড়েছে।

 

আরও পড়ুন ::

Back to top button