জাতীয়

করোনা আক্রান্ত গোয়ার মুুখ্যমন্ত্রী

করোনা আক্রান্ত গোয়ার মুুখ্যমন্ত্রী

ফের বিজেপি শিবিরে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এখন হোম আইসোলেশনে থাকবেন। গত কয়েক দিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, সকলকে সাবধানে থাকতে বললেন ৪৭ বছরের মুখ্যমন্ত্রী।

এদিন টুইটারে তিনি লিখলেন, ‘‌আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়ি থেকেই কাজ চালাব। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সাবধান হওয়ার অনুরোধ করছি।’‌

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ছুঁইছুঁই, ৭৮ হাজারের বেশি সংক্তমিত গত ২৪ ঘণ্টায়

মঙ্গলবারই গোয়ার কোভিড চিকিত্‍সা কেন্দ্রের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন সাওয়ান্ত। সেগুলো কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখেন। তার আগের দিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মৃত্যুর পর গত বছর মার্চে গোয়ার মুখ্যমন্ত্রী পদে বসেন সাওয়ান্ত।


এই নিয়ে দেশে তিনি চতুর্থ মুখ্যমন্ত্রী, যাঁর কোভিড হল। এর আগে কোভিড আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। এখন পর্যন্ত গোয়ায় ১৮,০০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দু’‌জন।

 

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button