আন্তর্জাতিক

সৌদিতে ৭ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড

সৌদিতে ৭ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড

৮ শিয়া মুসলিম হত্যায় ৭ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পোওয়া গেছে।

বুধবার দেশটির একটি আদালত এ রায় দেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। এ রায়ে আরও তিনজনকে ২৫ বছর করে জেল দেয়া হয়েছে।

তবে দণ্ডিতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ২০১৪ সালের নভেম্বরে পূর্বাঞ্চলীয় আল-আশা শহরের কাছে দাওলা গ্রামে আশুরার অনুষ্ঠানে বোমা হামলা এবং এলোপাতাড়ি গুলি চালায় আইএস জঙ্গিরা। এখবাড়িয়া চ্যানেল

২০১৪ সাল থেকে সৌদি আরবে অনেক বোমা হামলা ও গুলি চালিয়েছে আইএস। এরপর সংগঠনের নেতা আবু বকর আল বাগদাদী সৌদি আরবের পরিবর্তে সিরিয়া ও ইরাকে হামলা চালানোর নির্দেশ দেন।

আরও পড়ুন : বৈশ্বিক ভ্যাকসিন যুদ্ধে থাকছে না আমেরিকা

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ হামলা হয়েছে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় কিংবা নিরাপত্তা বাহিনীর উপর। হামলার সময় হামলাকারী হয় আইএসের কোনও চিহ্ন যুক্ত কাপড় পরেছিলো কিংবা পরে তারা অনলাইনে দায় স্বীকার করেছিলো।

এর আগে সৌদি আরব তার নাগরিককে সুন্নি পরিচালিত (আইএস) বিদেশে জিহাদে যাওয়া নিষিদ্ধ করে। পরে তারা এ সংগঠনের সমর্থকদের কারাগারে পাঠায় এবং সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা করে।

আরও পড়ুন ::

Back to top button