Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

বাজারে আসছে চার মডেলের ফাইভজি আইফোন!

বাজারে আসছে চার মডেলের ফাইভজি আইফোন!

আইফোন প্রেমীদের জন্য সুখবর! চলতি বছরের অক্টোবরে আসছে চার মডেলের ফাইভজি ফোন। সম্প্রতি চার মডেলের ফাইভজি আইফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে অ্যাপল।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পঞ্চম প্রজন্মের এই ফোনগুলোর ডিজাইন ভিন্ন হবে, পাশাপাশি থাকবে স্ক্রিনের আকার বেছে নেয়ার সুবিধা।

আরও পড়ুন : PUBG সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে, ঘোষণা কেন্দ্রের

প্রতিবেদনে বলা হয়, বছরের বাকি সময়ের জন্য অন্তত ৭৫ মিলিয়ন ফাইভজি আইফোন বানানোর প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারীদের সেভাবেই নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের কারণে আইফোনের বিক্রি কমে যায়। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রযুক্তি সংস্থা দ্য কুপারটিনো বলছে, বাজারে নতুন প্রজন্মের আইফোনের চাহিদা ৮ কোটি হতে পারে।

তবে এই বিষয়ে অ্যাপলের কোনো মুখপাত্র এখনও বক্তব্য দেননি।

আরও পড়ুন ::

Back to top button