আন্তর্জাতিক

বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি এখন শীর্ষ নারী ধনী

বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি এখন শীর্ষ নারী ধনী

আমাজনের সিইও জেফ বেজোসের সাবেক স্ত্রী সমাজসেবী এবং লেখিকা ম্যাকেঞ্জি স্কট এখন বিশ্বের নাম্বার ওয়ান নারী ধনী।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যাকেঞ্জি এখন ৬৮ বিলিয়ন ডলারের মালিক।

ব্লমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, ল’রিয়েলের ফ্রাঙ্কোয়েজ বেটেনকোর্ট মায়ার্সকে তিনি পেছনে ফেলেছেন।

বেজোসের সঙ্গে ২০১৯ সালে ছাড়াছাড়ির সময় আমাজনের এক চতুর্থাংশ শেয়ার পান ম্যাকেঞ্জি । ওই সময় তার সম্পদ এক লাফে অনেক বেড়ে যায়।

নারী-পুরুষের সার্বিক তালিকায় ম্যাকেঞ্জির অবস্থান ১২ নম্বরে।

আরও পড়ুন : ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্রিক সমাধান চায় কাতার

ফোর্বসের তালিকা অনুযায়ী, তিন দশক ধরে আমেরিকার শীর্ষ ধনীদের মধ্যে জেফ সবার আগে দেড়শ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট ‘আমাজন’র ১৬ শতাংশ মালিকানা তার। ১৯৯৪ সালে সিয়াটলের একটি গ্যারেজে ‘আমাজন’র কাজ শুরু করেছিলেন এই ব্যবসায়ী।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার গত বছর জানিয়েছিল, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোস তার স্ত্রী ম্যাকেঞ্জিকে ডিভোর্স দেন।

ম্যাকেঞ্জি বিবাহবিচ্ছেদ থেকে যে ৩৭ বিলিয়ন ডলার বা ৩,৫০০ কোটি ডলারের সম্পদ পান, সেটির অর্ধেক আবার দান করে দেন।

আরও পড়ুন ::

Back to top button