আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন

রাশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় রক্ষায় রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো বার্তায় এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫তম বিজয়বার্ষিকী উদযাপনের প্রাক্কালে পুতিনকে এ বার্তা পাঠান শি জিনপিং।

শি জিনপিং বলেন. ‘আজ থেকে ৭৫ বছর আগের এই দিনে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ ও জাপানের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে চূড়ান্ত বিজয় এসেছিল। চীন ও রাশিয়া এ যুদ্ধে এশিয়া ও ইউরোপ থেকে অসামান্য ত্যাগের বিনিময়ে এই বিজয়ে ভূমিকা রেখেছে।’

আরও পড়ুন : পরবর্তী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে জাপান

চীনা প্রেসিডেন্ট বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন এবং রাশিয়া বিশ্ব শান্তি ও উন্নতির দায়িত্ব কাঁধে নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বহুপাক্ষিকতাবাদের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে প্রচেষ্টা চালাতে পারে।’

অপরদিকে শি জিনপিংয়েরে এ বার্তার প্রতি উত্তরে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সোভিয়েত ইউনিয়ন মূল রণক্ষেত্রে ছিল এবং ফ্যাসিজম ও সামরিক সরকারের বিপক্ষে অসামান্য আত্মত্যাগে আগ্রাসন প্রতিরোধ করেছে।’

আরও পড়ুন ::

Back to top button