Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

বেলপাহাড়িতে পোস্টার ঘিরে জল্পনা, তদন্তে পুলিশ

বেলপাহাড়িতে পোস্টার ঘিরে জল্পনা, তদন্তে পুলিশ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: রাস্তার কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে মাওবাদীদের নাম করে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের হদরা মোড়ে। রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের জেসিবি মেসিন সহ অন্যান্য জিনিসপত্রে মাওবাদীদের নাম করে সাঁটানো পোস্টার পাওয়া গেল শুক্রবার সকালে।

বেশ কিছুদিন ধরে বেলপাহাড়ি-তামাজুড়ি রাস্তা তৈরির কাজ হচ্ছে। সেই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের নাম উল্লেখ করে ওই সব পোস্টারে রাস্তার কাজ বন্ধ করতে বলা হয়। পোস্টার পড়ায় সন্ত্রস্ত হয়ে পড়েন ঠিকাদারের কর্মীরা। তাঁরা কাজ সাময়িক বন্ধ রাখেন। পুলিশ গিয়ে পোস্টার উদ্ধার করে।

আরও পড়ুন : মৃত্যুর একমাস আগে বোনকে নমিনি করেছিলেন

পরে পূর্ত দফতরের আধিকারিকেরা হদরায় যাওয়ার পরে দুপুরে ফের রাস্তার কাজ শুরু হয়। কারা ওই পোস্টার দিয়েছে তদন্ত করে দেখছে পুলিশ।

অন্যদিকে, বেলপাহাড়ির শিমূলপাল অঞ্চলের ঢাঙিকুসুম গ্রামে বেড়াতে গিয়ে খড়্গপুরের বাসিন্দা চারজন যুবক মাওবাদী স্কোয়াডের দেখা পেয়েছেন বলে এদিন রটে যায়। খড়্গপুরের ওই যুবকেরা বৃহস্পতিবার ঢাঙিকুসুমে বেড়াতে গিয়েছিলেন।

বেলপাহাড়িতে পোস্টার ঘিরে জল্পনা, তদন্তে পুলিশ

সেখানে জঙ্গলরাস্তায় মাওবাদী দলের সদস্যরা তাঁদের মোবাইল ফোন কেড়ে নেয় বলে খবর চাউর হয়। পরে অবশ্য জানা যায়, খড়্গপুর টাউন থানায় এক যুবক মোবাইল খোয়া যাওয়ার ডায়েরি করেছেন। কিন্তু ফোনটি খড়্গপুর বাজারে খোয়া গিয়েছে বলে লিখিত অভিযোগে জানিয়েছেন ওই যুবক।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআইর বিবৃতি

সূত্রের খবর, ওই যুবকেরা বেলপাহাড়ি থেকে খড়্গপুরে ফিরে গিয়ে মাওবাদী স্কোয়াড তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়েছে বলে জানিয়েছিলেন। পরে অবশ্য তাঁরা জানান, এ রকম কিছু ঘটেনি। কেন ওই যুবকেরা এমন কথা রটিয়েছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button