শব্দের চেয়ে ৬ গুণ গতি, স্বদেশি ক্ষেপণাস্ত্রের সফল উত্ক্ষেপণ ভারতের (ভিডিও)
সোমবার সফল ভাবে হাইপারসোনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটার ভেহিক্যাল (HSTDV) উত্ক্ষেপণ করল ডিআরডিও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কথায় ভারতের এই পদক্ষেপ মাইলফলক। কারণ এই যান উত্ক্ষেপণরে মধ্যে দিয়ে ভারত জায়গা করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন এই ত্রয়ীর পাশে। হ্যাঁ দূরপাল্লার মিসাইল বহনকারী এই যান উত্ক্ষপেন নজির আর কোনও দেশের নেই।
সোমবার সকালে বালাসোরের এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে অগ্নি মিসাইল বুস্টারের সহযোগিতায় এই যানটিকে উত্ক্ষপণ করা হয়। দেখা যায় অগ্নি থেকে বিচ্ছন্ন হয়ে সফল ভাবেই স্ক্র্যামজেট ইঞ্জিন চালু করা সম্ভব হচ্ছে।
আরও পড়ুন : পাঁচ ভারতীয়কে অপহরণ চিনের
সোমবার সফল ভাবে হাইপারসোনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটার ভেহিক্যাল (HSTDV) উত্ক্ষেপণ করল ডিআরডিও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কথায় ভারতের এই পদক্ষেপ মাইলফলক। কারণ এই যান উত্ক্ষেপণরে মধ্যে দিয়ে ভারত জায়গা করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন এই ত্রয়ীর পাশে।
#WATCH DRDO‘s successful demonstration of the Hypersonic air-breathing scramjet technology with the flight test of Hypersonic Technology Demonstration Vehicle, at 1103 hours today from Dr. APJ Abdul Kalam Launch Complex at Wheeler Island, off the coast of Odisha pic.twitter.com/aC1phjusDH
— ANI (@ANI) September 7, 2020
হ্যাঁ দূরপাল্লার মিসাইল বহনকারী এই যান উত্ক্ষপেন নজির আর কোনও দেশের নেই।